প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ
প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহঃ
(Features of the Institution:)
- রুটিন মত ক্লাস ও ল্যাব করলে ১০০% চাকুরির নিশ্চয়তা।
(100% job guarantee if you do classes and labs like routine.)
- বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম খরচে পড়ার নিশ্চয়তা। অর্থাৎ পানির দামে সোনার হরিণ বা চাকুরি।
(Guarantee of reading at the lowest cost in Bangladesh.)
- ছাত্র-ছাত্রীদের সরকারি উপবৃত্তি দেয়া হয়।
(Students are given government stipends.)
- ফিঙ্গার প্রিন্টে হাজিরা, অনুপস্থিতিতে অভিভাবককে SMS পাঠানো হয়। কারন ৪(চার) বছর কষ্ট করে শিখ আর আজীবন পরিবার নিয়ে সুখে থাক।
(Attendance at fingerprint, Send SMS to parent in absence. Because learn hard for 4 (four) years and live happily ever after with family.)
- ধূমপান ও রাজনীতি মুক্ত ক্যাম্পাস, শিক্ষার মনোরম পরিবেশ।
(Smoking and politics free campus, pleasant learning environment.)
- প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পলিটেকনিকের ইউনিফর্ম ( প্রতিষ্ঠানের ব্যাচ লাগানো ঘিয়া রং এর জামা, প্রতিষ্ঠানের লোগ লাগানো লাল রং এর টাই, কালো রং এর প্যান্ট এবং কালো রং এর সু ) পরে প্রতিষ্ঠানে আসতে হবে নচেৎ প্রত্যেক বিষয়ের থিওরী ও প্রাক্টিক্যাল কন্টিনিউয়াস নম্বরের শুধু পাস নম্বর দেওয়া হবে। এতে পর্ব সমাপনি পরীক্ষায় GPA কম আসলে কোন শিক্ষার্থীর অভিযোগ বা ওজর আপত্তি বা অনুরোধ গ্রহণ করা হবে না। যদিও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ GPA কম বা বেশী পাওয়া কোন সমস্যা না, দক্ষতা অর্জন করাই মূল কাজ। কিন্তু কেউ ফলাফল দেখলে বলতে পারে GPA এত কম কেন ?
(Every student must come to the institute wearing the uniform of the polytechnic (Off white color shirt with institution batch, red tie with institution logo, black color pant and black shoes) Otherwise only pass marks will be given for theory and practical continuous marks of each subject. No student's complaint or objection or request will be entertained in case of low GPA in the Semester Final examination. Although having lower or higher GPA in Diploma-in-Engineering is not a problem, Acquiring skills is the real thing. But someone can see the results and say why the GPA is so low?).
- অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা এমন ভাবে পাঠদান দেয়া হয় যাতে অতি সহজে সরকারি বা বেসরকারি চাকুরির লিখিত ও ভাইভা পরীক্ষায় পাস করে চাকুরি পেতে পারে এবং তার সাথে সাথে নিজের উপার্জনের অর্থে অতি সহজে অধিক ব্যয় সম্পন্ন বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে পারে। কারন তাত্ত্বিক ক্লাস না করলে ব্যবহারিক ক্লাসের কিছুই বুঝতে পারবে না ফলে সরকারি বা বেসরকারি চাকুরির লিখিত ও ভাইভা পরীক্ষায় পাস করতে খুব কঠিন হবে। আর যদি ভাবে পরে তা পূরণ করা যাবে তবে তা সম্পূর্ণ ভুল। যখনের কাজ তখন করাই ভাল, পরে তা করতে চাইলে কখনই পূরণ করা যায় না।
(Teaching is done in such a way by an experienced engineer. So that it is very easy to get a job by passing the written and viva exam of government or private service and At the same time, he can easily study BSc Engineering in order to earn his own living.Because if you don't do theoretical class you will not understand anything of practical class so it will be very difficult to pass written and viva exam of government or private jobs. And if you think it can be fulfilled later, it is completely wrong. It is better to do the work then, but if you want to do it later, it can never be fulfilled, so you have to live in copal thabra.)
- ফ্রি WiFi ও C.C. Camera আওতাভুক্ত ক্যাম্পাস।
(Free WiFi and Campus covered by C. C. Camera.)
- সর্বনিম্ম এসএসসি/দাখিল পাস করা খুবই দুর্বল শিক্ষার্থীদের (বিজ্ঞান, বানিজ্য, মানবিক, ভোকেশনাল ও মাদ্রাসা) ক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই কারন এই পলিটেকনিকে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার/শিক্ষকগন এমন ভাবে পাঠদান দেয় যদি আপনার একটু চেস্টা থাকে তবেই আপনি উন্নতির শিখরে পৌঁছতে পারবেন।
(There is nothing to fear in the case of very weak students (Science, Commerce, Humanities, Vocational and Madrasa) who have passed the lowest SSC / Dakhil Because this polytechnic is taught in such a way by experienced engineers / teachers if Only with a little effort can you reach the pinnacle of improvement.)
- বর্তমানে বাংলাদেশে সরকারি ও বেসরকারি মিলে ৬০০ (ছয় শত) এর অধিক পলিটেকনিক। প্রতি বছর প্রত্যেক পলিটেকনিক থেকে শিক্ষার্থী পাশ করে বের হয়ে চাকুরির জন্য প্রতিযোগিতায় আসে এবং চাকুরি পাচ্ছে । এখন আপনিই চিন্তা করুন কোথায় ভর্তি হলে এবং কি ভাবে পড়লে আপনার ভবিষ্যৎ ভাল হবে। ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউটে সব রকমেরই ব্যবস্থা আছে।
(Currently, there are more than 600 (six hundred) polytechnics in Bangladesh, both public and private. Every year every polytechnic pass out student competes for jobs and gets jobs. Now think about where you will get admission and how you will study for your future. Bhola Sadar Polytechnic Institute has all kinds of facilities.)
- কিছু কুচক্রীমহল প্রচার করে, বেসরকারি পলিটেকনিক গুলো শুধু সার্টিফিকেট দেয়। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কারন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রশ্ন তৈরী করে এবং পরীক্ষা আরম্ব হওয়ার ৩০ মিনিট পূর্বে অনলাইনে কেন্দ্রে পাঠায়, কেন্দ্র নির্ধারণ বা নির্বাচন করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, পরীক্ষার হলে গার্ড দেয় পলিটেকনিক/ ভোকেশনালের সম্মানিত শিক্ষকগন (সরকারি কর্মচারী), পরীক্ষা শেষে পরীক্ষার খাতা পোস্ট অফিসের মাধ্যমে চলে যায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পলিটেকনিকের সম্মানিত শিক্ষকগন পরীক্ষার খাতা দেখেন, পরীক্ষার ফলাফল প্রকাশ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং শিক্ষার্থীরা পাসের পর নম্বরপত্র ও সনদ দেয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড । এখন আপনারাই বিচার করুন বেসরকারি পলিটেকনিক গুলো সনদ বা সার্টিফিকেট দিবে কি ভাবে? বিঃ দ্রঃ এখন যদি পরীক্ষার হলে গার্ড দেওয়া পলিটেকনিক/ ভোকেশনালের সম্মানিত শিক্ষকগন (সরকারি কর্মচারী) অতি লোভে বা অন্য যে কোন কারনে নিজের মান, সম্মান ও চরিত্র বিসর্জন দিয়ে শিক্ষার্থীদের জীবন ধ্বংস করার জন্য পরীক্ষায় নকল করার সুযোগ দেয় এবং দক্ষতার অভাবে ব্যবহারিক পরীক্ষা না নেয় তবে বেসরকারি পলিটেকনিকের কিছু করার থাকে কি ?
(Some nefarious circles promote, Private polytechnics only give certificates.It is completely false and fabricated Because Bangladesh Technical Education Board prepares questions and send online to the center 30 minutes before the start of the exam, Centers are determined or selected by the Bangladesh Technical Education Board, Examination hall is guarded by respected teachers of Polytechnic/Vocational (Government Servants), At the end of the examination, the examination paper goes through the post office to the Bangladesh Technical Education Board, Honorable teachers of polytechnics designated by the Bangladesh Technical Education Board see the examination paper. Bangladesh Board of Technical Education released the exam results And students after passing mark sheet and certificate issued by Bangladesh Technical Education Board. Now judge for yourself how private polytechnics will give certificates? N:B: if the honorable government employees guarding the exam hall for any reason or greed give the opportunity to cheat in the exam to destroy the lives of the students by sacrificing their dignity, honor and character And not taking the practical Examination due to lack of skills, then will the private polytechnics do anything?)
- সর্বোপরি " দালাল ও দুষ্ট লোকের মিষ্টি কথা এবং বিভিন্ন মিথ্যা অপ-প্রচার থেকে দূরে থাকুন, আর মনেমনে পরম সৃষ্টিকর্তার নিকট প্রাথনা করুন উক্ত ব্যক্তিসহ ওর বংশের যেন খুব দ্রুত বিনাশ হয় " কারন কুকুরের বাকা লেজ যেমন ১২ বছর চুঞ্জার ভিতর ভরে রাখলেও বাকা লেজ বাকাই থাকে তেমনি এরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন সমাজের তথা মানুষের ক্ষতিই করবে এবং অসৎ উপায় অভলম্বন করে পাস করা সনদ নিয়ে একদিন না একদিন রাস্তায় এসেই দ্বারাতে হবে, শুধু সময়ের অপেক্ষা । কারন সকলে ভালোটাই চায়।
(All around "Stay away from the sweet words of evil people and various false propaganda And in your heart, pray to the Supreme Creator that the person and his family may perish very quickly." Because even if a dog's tail is stuffed in a bag for 12 years, it will remain, so as long as they live on earth, they will harm the society and people and You have to come to the streets one day or the other with the certificate passed by using dishonest means, Just waiting for the time.Because everyone wants the best.)